রাজ্য বিভাগে ফিরে যান

গ্রামীণ বাংলার সব বাড়িতে ২০২৫ সালের মধ্যে নলবাহিত জল পৌঁছবে, বিধানসভায় দাবি মন্ত্রীর

December 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলার গ্রামীণ এলাকায় ‌এখনও পর্যন্ত ২৮ লক্ষ ৮৭ হাজার পরিবারের কাছে নলবাহিত জল পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় জানান, ২০২৫ সালের মধ্যে গ্রামের সব বাড়িতে নলবাহিত জল পৌঁছবে। গ্রামের বাড়িতে বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়ার জন্য ১২,৫৭৬ কোটি টাকা খরচে মোট ৪১৫টি প্রকল্প রূপায়িত হচ্ছে। এখনও পর্যন্ত খরচ হয়েছে ৯ হাজার ৭৮ কোটি টাকা।

বিরোধী বিধায়কদের অভিযোগ ছিল, বাড়িতে সংযোগ দেওয়ার পরও অনেকে জল পাচ্ছেন না। মন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, এরকম কোথাও হলে জানান, ব্যবস্থা নেওয়া হবে। পাইপ পাতা হলেই জল পাওয়া যাবে এমনটা নয়। পা‌ইপ পাতার পরও নানা সমস্যা থাকে। পাইপের জন্য রাস্তা খারাপ হলে তা ৪৮ ঘণ্টার মধ্যে মেরামত করে দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। মন্ত্রী জানিয়েছেন, ছোট রাস্তা হলে তাঁর দপ্তরই মেরামত করছে। বড় রাস্তার মেরামতির জন্য পূর্ত পঞ্চায়েত দপ্তরকে টাকা দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, জল প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে আসা ৯৮ শতাংশ অভিযোগ রেকর্ড সময়ে সমাধান করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। মুখ্যমন্ত্রীর দপ্তরে আসা ৯ হাজার ২৪৯টি অভিযোগের মধ্যে ৮ হাজার ৯৮৪টির নিষ্পত্তি হয়েছে। কেন্দ্রের পোর্টালের মাধ্যমে আসা ১০৪টির মধ্যে ১০৩টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসেছে ১ হাজার ৮৩১টি অভিযোগ। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৭৮৮টি অভিযোগের। ইমেলের মাধ্যমে আসা ১০৫টি অভিযোগের মধ্য ৯৪টির নিষ্পত্তি হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #village, #drinking water, #rural bengal, #tap water

আরো দেখুন