← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
আগামী ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৯ তম ডুয়ার্স উৎসব
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৯ তম বিশ্ব ডুয়ার্স উৎসব। যা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়েছে। আলিপুরদুয়ারের মহকুমা শাসকের দপ্তরের কনফারেন্স হলে ১৯ তম বর্ষের ডুয়ার্স উৎসব নিয়ে বৈঠক আয়োজিত হয়। এবারের ডুয়ার্স উৎসবে উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে।
বৈঠকে সর্বসম্মতিতে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ১১ দিন ব্যাপী উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। ডুয়ার্স উৎসব আবেগের। সকলেই অপেক্ষা করে থাকেন। এবারে প্রশাসনিক বৈঠকে ঠিক হয়েছে, এবার থেকে প্রতি বছর জানুয়ারিতে এই উৎসব হবে। মূল মঞ্চের পাশাপাশি শিশু কিশোর, বিভিন্ন জনজাতির সংস্কৃতি প্রদর্শনের মঞ্চ থাকবে। খ্যাতনামা শিল্পীদের অনুষ্ঠান হবে।