রাজ্য বিভাগে ফিরে যান

জয়নগরের মোয়া সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাটির হাঁড়ির চাহিদা

December 12, 2024 | < 1 min read

জয়নগরের মোয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জয়নগরের মোয়া জগৎ বিখ্যাত। এই মোয়া মাটির হাঁড়িতেই ভাল থাকে। রঙ করা হাঁড়িতে, ভাল করে প্যাকেজিং করে দূরদূরান্তের ক্রেতাদের কাছে মোয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে। মাটির হাঁড়ির চাহিদা বাড়ছে, পাল্লা দিয়ে মাটির হাঁড়িতে মোয়া কিনতে জয়নগর, বহড়ুতে দোকানে দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। বহড়ু, জয়নগরে মোয়ার দোকানের সামনে ঢেলে বিক্রি হচ্ছে মাটির হাঁড়ি। নানান মাপের হাঁড়ির দাম ৩০ থেকে ৭০ টাকা পর্যন্ত। এক কিলোর হাঁড়ির দাম ৩০ টাকা। দু’কিলো হাঁড়ির দাম ৫০ টাকা। হাঁড়ি কিনে তা রঙ করে সাজিয়ে তুলতে খরচ পড়বে ৮০ টাকা।

উপহার দেওয়ার জন্য এভাবে হাঁড়ি করে মোয়া কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। আলাদা করে অর্ডার করলেও স্পেশাল মোয়ার হাঁড়ি বানিয়ে দেওয়া হয়। বিয়ে বাড়ির তত্ত্ব সাজাতেও মাটির হাঁড়ির মোয়া যাচ্ছে। মোয়া ব্যবসায়ীরা বলছেন, মাটির হাঁড়ির ভালই চাহিদা তৈরি হয়েছে। এক কিলো হাঁড়িতে ভালো মোয়া কিনতে ৬০০ টাকা লেগে যাবে। হাঁড়ি ভর্তি মোয়া সাতদিন ভাল থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jayanagar, #Jayanagar Moa, #clay pots

আরো দেখুন