উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কলকাতা বইমেলার মতো উত্তরবঙ্গের বইমেলাতেও নেই বাংলাদেশের কোনও প্রকাশনী সংস্থা, আক্ষেপ বইপ্রেমীদের মধ্যে

December 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতি বছর শীতের শুরুতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা। এই বইমেলায় উত্তরবঙ্গের প্রচুর বইপ্রেমী মানুষ এসে থাকেন। দেশ বিদেশ থেকে প্রচুর স্টল এসে শোভা বাড়ায় এই বইমেলায়। অন্যান্যবারের মতো এ বারও ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা।

এবারে কলকাতা বইমেলায় থাকছে না, বাংলাদেশের কোন বুক স্টল ঠিক তেমনি শিলিগুড়ি এই উত্তরবঙ্গ বইমেলাতেও দেখা পাওয়া যাচ্ছে না বাংলাদেশের প্রকাশনী সংস্থাগুলিকে।

একাধারে যেমন বাংলাদেশের কোনও প্রকাশনী সংস্থা নেই ঠিক তেমনিভাবেই পাঠকদের মধ্যেও খানিকটা চাহিদা কম ওপার বাংলার লেখক লেখিকাদের বইয়ের। বর্তমান টালমাটাল পরিস্থিতিই এর পেছনে দায়ী কি না তা হলফ করে না বলা গেলেও চাহিদা কমার এটাই খানিকটা কারণ বলে মনে করছেন স্টলদাতারা। তাদের বক্তব্য , অতীতের কথা ছেড়ে দিলেও বিগত বছরের বই মেলাতেও তাহমিমা আনাম, হোসেন আরা সাহেদ, দিলারা হাশেম, হুমায়ুন আহমেদ, নীল কবির এমনকি তসলিমা নাসরিনের বইয়েরও চাহিদা ছিল। পাঠকরা এসে তাদের বইয়ের কথা জানতে চাইতেন। কিন্তু এবছর সেই রকম চিত্র নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#siliguri, #north bengal book fair, #Kanchenjunga Stadium

আরো দেখুন