← দেশ বিভাগে ফিরে যান
বাংলাদেশ নিয়ে সংসদের উভয় কক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি তৃণমূলের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তাল বাংলাদেশ, সংখ্যালুঘদের উপর লাগাতার অত্যাচারের অভিযোগ সামনে আসছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। এই আবহে সংসদের উভয় কক্ষে বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানাল তৃণমূল। আজ, রাজ্যসভায় বক্তব্য রাখতে উঠে এমনই দাবি জানান তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান, “এখন সংসদের অধিবেশন চলছে। প্রধানমন্ত্রীর উচিত সংসদে এসে দুই কক্ষেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখা। সে’দেশে সংখ্যালঘুদের রক্ষা করা উচিত।”