বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান জানাল তৃণমূল, আন্দোলন প্রত্যাহার করে নিল জিসিপিএ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৬ সালের পর আবারও পৃথক কোচবিহার রাজ্য এবং পশ্চিমবঙ্গ থেকে কোচবিহার জেলাকে আলাদা করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন৷ গতবার প্রায় ৮০ ঘণ্টা উত্তরবঙ্গে রেল রোকো কর্মসূচি পালন করেছিল গ্রেটার নেতৃত্ব৷ এবারেও তেমনই হুঁশিয়ারি দিয়েছিলেন গ্রেটার নেতা বংশীবদন বর্মন৷ সেই মতো বুধবার সকাল থেকে বাংলা-অসম সীমানার জোরাই স্টেশনে রেল রোকো শুরু হয়েছিল৷
কয়েক ঘণ্টার মধ্যেই উলটপুরাণ! অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ ডেকে পাঁচ ঘন্টা পরই আন্দোলন তুলে নিল গ্রেটার কোচবিহার। পিপলস অ্যাসোসিয়েশন। জোরাই স্টেশনে এসে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন রেলের আধিকারিকরা। প্রসঙ্গত, রাজ্য ভাগের চক্রান্তের বিরোধিতা করে বংশীবদনের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনকে নিশানা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “কোনও বংশীবদন আর তাঁর ভাগ্নে মদন রেল রোকো ডাকল, তাতে কী এসে যায়৷ এ সবই হল প্রচারে আসার বাহানা৷ অনেকদিন প্রচারে নেই৷ তাই এ সব করে প্রচারে আসতে চাইছে৷ আর অবরোধটা করেছে রেলে৷ রেল সিদ্ধান্ত নেবে কী করবে৷ রাজ্য প্রশাসনের সাহায্য চাইলে, করা হবে৷”
আর গ্রেটার কোচবিহারের দাবি প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল আগেই জানিয়ে দিয়েছে, কোনও রাজ্য ভাগ হবে না৷ সেটাই আবারও বলছি, আমরা কোনও রাজ্য ভাগ সমর্থন করি না৷” তবে, এই মুহূর্তে পিছু হটেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব৷ রেল রোকো কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আধিকারিকরা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন৷