← কলকাতা বিভাগে ফিরে যান
শনিবার কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ থাকবে জল সরবরাহ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার সকালের পর থেকে টালা থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। পরের দিন, রবিবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে সরবরাহ। জল বন্ধ থাকার ফলে উত্তর, মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ থাকবে জল। পাশাপাশি বিধাননগর পুরসভা অঞ্চলেও বিঘ্নিত হবে সরবরাহ। কোনও অঞ্চলে সমস্যা দেখা দিলে জলের গাড়ি পাঠানো হবে বলে আশ্বাস কলকাতা পুরসভার।
পানীয় জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, পলতা জলপ্রকল্প সহ টালা ট্যাঙ্ক এবং জল সরবরাহের সঙ্গে যুক্ত বিভিন্ন পাম্পিং স্টেশনে কাজের পাশাপাশি কয়েকটি জায়গায় পাইপলাইনে ফাটল ধরা পড়েছে। এর জন্য জলের অপচয় হচ্ছে। সেই ছিদ্র বা ফাটল মেরামতির কাজও করা হবে। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ছ’টা থেকে ন’টা পর্যন্ত জল সরবরাহ স্বাভাবিক থাকবে। তারপর তা বন্ধ করা হবে।