কলকাতা বিভাগে ফিরে যান

ফোরশোর রোডের শ্রীপূর্ণা পার্কের নতুন আকর্ষণ ‘ফেস্টিভ্যালস অব ইন্ডিয়া’

December 19, 2024 | 2 min read

এভাবেই সাজানো হয়েছে শ্রীপূর্ণা পার্ক।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দ্বিতীয় হুগলি সেতু থেকে নেমে হাওড়া স্টেশনের দিকে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ফোরশোর রোড। আবার এই রাস্তা দিয়েই হাওড়া স্টেশন থেকে পূর্ব মেদিনীপুরগামী বাসগুলো সরাসরি কোনা এক্সপ্রেসে যায়। শোনা যায়, একসময় ফোরশোর রোডের ধার ঘেঁষেই চলাচল করতো মার্টিন রেল। গুরুত্বপূর্ণ এই রাস্তার পাশে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে হাওড়া পুরসভার উদ্যোগে তৈরি করা হয় শ্রীপূর্ণা পার্ক। ৩২৬ মিটার দীর্ঘ পার্কটিকে ফুটিয়ে তোলা হয় রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে। সবুজসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু, লক্ষ্মীর ভাণ্ডারসহ ৪০টি সরকারি প্রকল্পের ছবি ও বিস্তারিত বিবরণ দেখতে পায় আম জনতা।

এবার শ্রীপূর্ণা পার্কের সম্প্রসারিত অংশে এবার ফুটে উঠবে বিভিন্ন রাজ্যের উৎসব। হাওড়া পুরসভার উদ্যোগে ইতিমধ্যেই পার্ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আগামী স্বাধীনতা দিবসেই ‘ফেস্টিভ্যালস অব ইন্ডিয়া’কে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চায় পুরসভা।

এবছরের গোড়ার দিকে শ্রীপূর্ণা পার্কে হাওড়া শহরের হেরিটেজ তুলে ধরে হাওড়া পুরসভা। সেখানে স্থান পায় হাওড়া ব্রিজ, বেলুড় মঠ, হাওড়া স্টেশন, বোটানিক্যাল গার্ডেন, আন্দুল রাজবাড়ির মতো হাওড়ার দ্রষ্টব্য স্থানগুলো। পোশাকি নাম রাখা হয় ‘হেরিটেজ অব হাওড়া’।

পুরসভা সূত্রের খবর, শ্রীপূর্ণা পার্কের পরবর্তী আকর্ষণ হতে চলেছে ‘ফেস্টিভ্যালস অব ইন্ডিয়া’। অর্থাৎ গোটা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসবগুলোকে একইসঙ্গে তুলে ধরা হবে এখানে। বাংলার দুর্গাপুজো, রথযাত্রার পাশাপাশি একইসঙ্গে দেখা যাবে বিহু, পোঙ্গল, রামনবমী, গণেশ চতুর্থী, ওনামের মতো ২৪টি গুরুত্বপূর্ণ উৎসব। ফোরশোর রোডের পাশে শ্রীপূর্ণা পার্কের নতুন সম্প্রসারিত প্রায় ২০০ মিটার অংশে উঠবে ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। ইতিমধ্যেই পার্ক সম্প্রসারণের কাজ শুরু করেছে হাওড়া পুরসভা। এই কাজে খরচ হচ্ছে প্রায় ৮০ লক্ষ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Festivals of India, #Sripurna Park, #Foreshore Road, #Kolkata Metropolitan Development Authority

আরো দেখুন