মেট্রোর পর এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে পণ্যবাহী যানবাহন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেট্রোর পর এবার গঙ্গার নীচ দিয়ে ছুটতে চলেছে পণ্যবাহী যানবাহন। ইতিমধ্যে প্রাথমিক সমীক্ষা শেষ হয়েছে। বাণিজ্য নগরী মুম্বইয়ে সমুদ্রের তলা দিয়ে কিছুদিন আগেই এমন টানেল চালু হয়েছে। চলতি বছর তা চালুও হয়ে গিয়েছে।
কলকাতা থেকে হাওড়া, যোগাযোগের মাধ্যম হাওড়ার রবীন্দ্র এবং হুগলির বিদ্যাসাগর সেতু, বালিতে রয়েছে দুটি সেতু। সেতুগুলিতে যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিকল্প রাস্তা হিসাবে গঙ্গার নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করা যায় কিনা, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সমীক্ষা চালিয়েছে বন্দর, জাহাজ ও জল পরিবহণ মন্ত্রক।
কলকাতা বন্দর থেকে হাওড়ার জাতীয় সড়ক পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। ৮ কিলোমিটার থাকবে সুড়ঙ্গ পথ। মোট ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গার কোন অংশ দিয়ে সুড়ঙ্গ যাবে তা চূড়ান্ত না হলেও কীভাবে, কোন প্রক্রিয়া, টানেল তৈরি হবে তার কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। ২০৩০ সালের মধ্যে কাজ শেষের লক্ষ মাত্রা নেওয়া হচ্ছে।
সুড়ঙ্গ তৈরি হলে হাওড়া-কলকাতার বড় অংশে ট্র্যাফিকের চাপ অনেকটা কমবে। টানেল তৈরি হলে সাঁতরাগাছি, হুগলি ব্রিজ হয়ে কলকাতা পৌঁছবে কম সময় লাগবে। দিল্লি রোড থেকে ডানকুনি-কলকাতাগামী রাস্তাতেও কম সময়ে পৌঁছন যাবে।