রাজ্য বিভাগে ফিরে যান

১১ কোটি টাকা খরচ করে ঝড়খালি ও সোনাখালিতে তৈরি হচ্ছে দু’টি নয়া ভাসমান জেটি

December 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছরের মাঝামাঝি ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঝড়খালি জেটি। বর্তমানে একটি অংশ মেরামত করে সেখান দিয়েই লঞ্চ বা বোটে ওঠানামা চলছে। অন্যদিকে সোনাখালির কংক্রিটের জেটির অবস্থাও খারাপ। তা দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। এই দুই জায়গায় নতুন করে ভাসমান জেটি তৈরি করার প্রস্তাব পরিবহণ দপ্তরের কাছে দেওয়া হয়েছিল। আধিকারিকরা পরিদর্শন করে কাজের অনুমোদন দিয়েছিলেন। প্রায় ১১ কোটি টাকা খরচ হবে এই কাজে।

জানা গিয়েছে, আগামী বছর শীতে নয়া জেটিঘাট দিয়ে পর্যটকরা যাতায়াত করতে পারবেন। কয়েকদিন আগেই দপ্তর থেকে কাজ শুরু করা হয়েছে। বাঁশের খাঁচা তৈরি করে তার উপর আধুনিক পদ্ধতিতে তৈরি হবে সোনাখালির জেটি। ঝড়খালিতে যে অংশে ধস নেমেছিল সেখানে মাটি কেটে নতুন করে বালি ফেলে জায়গা ভরাট করে ভাসমান জেটি বানানো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#jharkhali, #floating jetties, #Sonakhali

আরো দেখুন