সদস্য করতে আর্থিক পুরস্কারের টোপ, বিতর্কে গেরুয়া বিধায়ক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় নেতাদের সুনজরে পড়তে, এবার সদস্য সংগ্রহে আর্থিক পুরস্কার ঘোষণা করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। বিধায়ক সমাজ মাধ্যমে পুরস্কার ঘোষণা করতেই অস্বস্তিতে পড়েছে বিজেপির নেতৃত্ব। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
দেশজুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। কিন্তু বাংলায় বিজেপির অবস্থা শোচনীয়। সূত্রের খবর, বাঁকুড়া বিধানসভায় যে সংখ্যক সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা এখনও ছুঁতে পারেনি বিজেপি নেতৃত্ব। ৩০ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছুঁতে নানা কৌশল নিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। সদস্য অভিযানে গতি আনতে, তিনি বলেছিলেন বিধানসভার প্রত্যেক পদাধিকারী, শক্তি কেন্দ্র প্রমূখ ও সদস্যরা প্রত্যেককে ১০০ জন করে সদস্য সংগ্রহ করতে হবে। তাঁর হুঁশিয়ারি, না-হলে আগামীদিনে দলের পদ মিলবে না। দলের পদের প্রলোভন দেখানোর পর এবার সদস্য টানতে মোদী জ্যাকেট ও আর্থিক পুরস্কারের প্রলোভন দেখিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বিধায়ক।
সম্প্রতি বিধায়ক নীলাদ্রিশেখর দানা সমাজ মাধ্যমে জানান, যে যে বুথ সভাপতি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ১৫০ জন সদস্য সংগ্রহ করবেন, তাঁদের একটি করে মোদী জ্যাকেট এবং যে বুথ সভাপতিরা ৭৫ টি করে সদস্য সংগ্রহ করবেন, তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হবে।
বিধায়কের দাবি, দলের কর্মীদের উৎসাহ দিতেই ওই পুরস্কার ঘোষণা করা হয়েছে। দলীয় বিধায়কের এই পোস্ট নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে দল। তৃণমূলের কটাক্ষ, বিজেপির কোনও কর্মী যেমন এই সদস্য সংগ্রহ করছেন না তেমন সাধারণ মানুষ বিজেপির সদস্যপদ নিতে চাইছেন না। মরিয়া হয়ে বিজেপি বিধায়ককে আর্থিক পুরস্কারের প্রলোভন দেখাতে হচ্ছে।