শনি ও রবিবার শিয়ালদহ শাখায় ৪৫টি লোকাল ট্রেন বাতিল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দমদম স্টেশনে ডাউন লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। ফলে শনি ও রবিবার মিলিয়ে প্রচুর ট্রেন বাতিল থাকবে বলে খবর। সব মিলিয়ে ৪৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে খবর।
রেলের তরফে জানানো হয়েছে, দমদম জংশন স্টেশনের ডাউন সাব-আরবান লাইনে মেরামতির কাজ হবে। সেই সূত্রে আগামী শনিবার রাত সাড়ে ১১টা থেকে টানা সাত ঘণ্টা ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ থাকবে। এই কারণে শিয়ালদহ মেইন, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-হাসনাবাদ লাইনে লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। শনি-রবিবার সব মিলিয়ে ৪৭টি লোকাল বাতিল থাকবে। তার মধ্যে রবিবার ৪৫টি ট্রেন চলবে না।
শনিবার বাতিল জোড়া ট্রেনগুলির নম্বর হল, শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন) ৩২২৪৯, ৩২২৫২। রবিবার বাতিল ট্রেনগুলি নম্বর হল, শিয়ালদহ-বণগাঁ (আপ-ডাউন) ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮২০, ৩৩৮২২। শিয়ালদহ-হাবরা (আপ-ডাউন) ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫২, ৩৩৬৫৪। শিয়ালদহ-হাসনাবাদ (আপ-ডাউন) ৩৩৫১৩, ৩৩৫১৪। শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন) ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০। শিয়ালদহ-দত্তপুকুর (আপ-ডাউন) ৩৩৬১৩, ৩৩৬১২, ৩৩৬১৬, ৩৩৬১৮। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (আপ-ডাউন) ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১২, ৩১৩১৬। শিয়ালদহ-শান্তিপুর (আপ-ডাউন) ৩১৫১১, ৩১৫১৩, ৩১৫১২, ৩১৫১৬। শিয়ালদহ-গেদে (আপ-ডাউন) ৩১৯১১, ৩১৯১২। শিয়ালদহ-কৃষ্ণনগর (আপ-ডাউন) ৩১৮১১, ৩১৮১২। শিয়ালদহ-নৈহাটি (আপ-ডাউন) ৩১৪১১, ৩১৪১৪। শিয়ালদহ-রানাঘাট (আপ-ডাউন) ৩১৬১১, ৩১৬১৩, ৩১৬১৫, ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬। বারাসত-দত্তপুকুর (আপ) ৩৩৩৫৭।