মন্ত্রীরা কে কোন অনুষ্ঠানে যাচ্ছেন জানাতে হবে মুখ্যমন্ত্রীকে
December 27, 2024 | < 1 min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের এক মন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়া এবং সেখানে এক ব্যক্তিকে সংবর্ধনা জানানো নিয়ে বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্মা প্রকাশ করেছেন বলেই সূত্রের খবর। সেই প্রসঙ্গে কথা বলার সময়ই মন্ত্রীদের উদ্দ্যেশে মমতার মন্তব্য, কে কোন অনুষ্ঠানে যাচ্ছেন তা তাকে জানিয়ে তবেই যেতে হবে।
পৌষ সংক্রান্তির একদিন আগে কাটোয়ার কোশিগ্রামের বাসিন্দারা ঘর ছেড়ে প্রাচীন প্রথা মেনে মাঠে খাওয়াদাওয়া করেন।
#Poush #Koshigram #Katwa #PoushSankranti #MakaraSankranti
#MakaraSankranthi #makarsankranti2025
#Drishtibhongi
কী অবস্থা প্রতিশ্রুতির ফানুসে ওড়ানো প্রকল্পগুলির?
#Budget #ModiGovt #JumlaBudget #Budget2025 #Drishtibhongi
২৩ জানুয়ারি থেকে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত শিয়ালদা থেকে ডানকুনির মধ্যে ৪৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে (অর্থাৎ চারদিন মিলিয়ে ১৭৬টি)।
#Sealdah #Dankuni #Trains #LocalTrains #Drishtibhongi