কলকাতা বিভাগে ফিরে যান

সায়েন্স সিটির মাঠে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার

December 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সায়েন্স সিটির মাঠে শুরু হয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। ২০ ডিসেম্বর শুরু হওয়া মেলাটি চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিন থেকেই মেলায় ভিড় উপচে পড়ছে। বেঙ্গল চেম্বার অব কমার্স এবং জি এস মার্কেটিং অ্যাসোসিয়েটস আয়োজিত মেগা ট্রেড ফেয়ার এবছর ২৩তম বছরে পড়ল।

জি এস মার্কেটিং অ্যাসোসিয়েটসের সিইও সুপর্ণা দত্তগুপ্ত বলেন, এবারের মেলায় ১৭টি দেশ থেকে বিভিন্ন পসরা নিয়ে প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ভারতের মোট বাইশটি রাজ্যও তাদের নানারকম পসরা নিয়ে হাজির এখানে। লক্ষাধিক পণ্যে সেজেছে এই মেলা। স্বভাবতই অভিনবত্বের কোনও অভাব নেই। পণ্যের তালিকায় যেমন আছে হস্তশিল্প, পাটজাত দ্রব্য, তেমনই রয়েছে খাবারদাবার, ঘর সাজানোর জিনিস থেকে প্রসাধনী সামগ্রী, মনিহারি দ্রব্য, গয়না, আসবাবপত্র, রান্নাঘরের টুকিটাকি ও যন্ত্রপাতি, স্বাস্থ্য সংক্রান্ত পণ্য প্রভৃতি। এছাড়াও হরেক রকমের বাহারি পোশাক, শাড়ি, বিছানার চাদর থেকে শুরু করে কম্বল বা বালাপোশ পর্যন্ত রয়েছে মেলায়। দর্শকরা এখানে যেমন কাশ্মীরের বিভিন্ন পণ্য দেখতে ও কিনতে পারবেন, তেমনই থাকছে আফগানিস্তান বা ইরানের খাবার ও অন্যান্য পণ্য। মেলার আয়োজকরা জানাচ্ছেন, এখানে বেশকিছু সংস্থা এসেছে, যারা হরেক রকমের অফার চালু রেখেছে ক্রেতাদের জন্য। সেসবের পাশাপাশি থাকছে এরাজ্যেরও অত্যন্ত আকর্ষণীয় কিছু পণ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #trade fair, #International mega trade fair

আরো দেখুন