দেশ বিভাগে ফিরে যান

চির বিদায়! পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন দিল্লিতে

December 28, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: Arun Sankar/AFP/Getty Images

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কত ইতিহাসের সাক্ষী থেকেছেন। শান্ত স্বভাবের হয়েও বিতর্কেরও সঙ্গী থেকেছেন। তাঁর নিজের গায়ে কেউ কালি ছেঁটাতে পারেনি বটে, তবে ‘মৌন প্রধানমন্ত্রী’ হিসেবে কটাক্ষও সহ্য করতে হয়েছে তাঁকে। এহেন মনমোহন সিংয়ের শেষকৃত্য আজ সম্পন্ন হল দিল্লিতে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতৃত্বের শেষ শ্রদ্ধা জানানোর পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি হল প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। বাড়ির লোকের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম যাত্রায় কাঁধ দিলেন রাহুল গান্ধীও। দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ বোলে সো নিহাল, সৎশ্রী অকাল ধ্বনিতে মনমোহনের চিতায় আগুন দিলেন তাঁর কন্যা।

শনিবার সকালে কংগ্রেস সদর দপ্তর থেকে রওনা দিয়ে মনমোহনের শববাহী গাড়ি লালকেল্লার পিছনে যমুনার তীরে নিগমবোধ ঘাটে গিয়ে পৌঁছায়। গাড়ির সঙ্গেই ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস সেবাদলের কর্মী ও তিন বাহিনীর জওয়ানরা তেরঙা জাতীয় পতাকায় মোড়া কফিন নিয়ে আসেন। সেখানে দেশ-বিদেশের নেতারা অন্তিম শ্রদ্ধা জানান ভারতের অর্থনীতির নবরূপকারকে। সমর্থকরা স্লোগান তোলেন মনমোহন সিং অমর রহে। এদিনের শেষযাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ শববাহী গাড়ির সঙ্গে হেঁটে আসেন শ্মশানঘাট পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#RIP, #Manmohan Singh

আরো দেখুন