স্টার থিয়েটারের নাম হবে ‘বিনোদিনী মঞ্চ’, অবশেষে সম্মান পেলেন নাট্যসম্রাজ্ঞী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন বছরে বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম। এই প্রেক্ষাগৃহের নাম হতে চলেছে ‘বিনোদিনী মঞ্চ’। আজ সন্দেশখালির সভা থেকে নতুন নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি তাঁর সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, “মেয়রকে বলেছি, স্টার থিয়েটারের নাম বদল করে বিনোদিনী থিয়েটার হবে। মা বোনেদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত।”
একশ বছরের বেশি সময় ধরে রমরমিয়ে নাট্যাভিনয় চলেছে ঐতিহ্যবাহী স্টার থিয়েটারে। যেখানে বর্তমানে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি নাটক মঞ্চস্থও হয়। একসময়ে কলকাতার বুকে ২টি স্টার থিয়েটার ছিল। তবে হাতিবাগানস, ৬৮ নম্বর বিডন স্ট্রিটে যে প্রেক্ষাগৃহটি নটি বিনোদিনীর স্টার নয়। বর্তমান সেন্ট্রাল অ্যাভিনিউ ও বিডন স্ট্রিটের উত্তরদিকের সংযোগস্থলে ছিল মঞ্চটি। মঞ্চটি সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরি করার সময় ভাঙা হয়। ১৮৮৩ সালে স্থাপিত এই নাট্যমঞ্চ। এর নেপথ্যে কারিগর ছিলেন বিনোদিনী দাসী। যেখানে বিনোদিনীর নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। নানা সময়ে নাটক দেখতে এখানে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো বিখ্যাত ব্যক্তিত্বদের।
প্রসঙ্গত, ২০১২ সালে কলকাতার ঐতিহ্য স্টার থিয়েটার ভবনটিকে সরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়। নয়ের দশকে একটি অগ্নিকাণ্ডে এই ভবনটি ভষ্মীভূত হয়েছিল। বছর খানেক বাদে কলকাতা পুরসভা বাড়িটি মেরামতি করে ফের নাট্যমঞ্চ চালু করে। বর্তমানে স্টার থিয়েটারে পুরাতন স্থাপত্যশৈলী থাকলেও গর্ভগৃহে এসেছে আধুনিকতার ছোঁয়া।