নতুন বছরের প্রথম মাসেই দুয়ারে সরকার ক্যাম্প, জানালেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নতুন বছরের প্রথম মাসেই দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে। সন্দেশখালিতে একটি সরকারি অনুষ্ঠানে সোমবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সন্দেশখালিতে এমন বহু প্রত্যন্ত এলাকা রয়েছে, যেখানে যোগাযোগ ব্যবস্থা একেবারেই উন্নত হয়। কিছুটা ভৌগোলিক কারণেও এই প্রতিকূলতা রয়েছে। সব দিক বিচার করে এরকম প্রত্যন্ত এলাকার জন্য ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’।
দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদন করেন বাসিন্দারা। এর ফলে এক জায়গায় আবেদন করার সুযোগ পেয়েছেন প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। ওই শিবির চলাকালীনই নথিভুক্ত হতে পারেন এলাকাবাসী। বিভিন্ন সরকারি স্কলারশিপ ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থসাথী কার্ড, বার্ধক্যভাতার মতো সুবিধা পাওয়ার আবেদন এখানে করা যায়। এছাড়া এখন পঞ্চায়েতে মিউটেশন বা জমির রেকর্ডও করা যায় এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে।