বিনোদন বিভাগে ফিরে যান

আজ রাতের ডান্স ফ্লোরে আগুন ঝরাতে কেমন হবে প্লেলিস্ট?

December 31, 2024 | < 1 min read

মানস মোদক

ডান্স ফ্লোরে আগুন ঝরানো প্লেলিস্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ষবরণের রাত মানে আনন্দ-উল্লাসে মাতামাতি। বর্ষবরণ মানে পুরাতন বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে স্বাগত জানানোর সময়। আর তাই পুরাতন বছরের একদম শেষ মুহূর্তে রইল কিছু বাছাইকরা করা সেরা জমকালো গান, যা নতুন বছরের পার্টির মেজাজটাই বদলে দিতে পারে। একনজরে দেখে নিন এমনই কিছু গানের তালিকা:

১. আজ কি রাত – ( ছবি: স্ত্রী ২)

২. তারাস – (ছবি:মুঞ্জিয়া)

৩. তওবা তওবা – (ছবি: ব্যাড নিউজ)

৪. নাইন মাতক্কা – (ছবি: বেবি জন)

৫. ভুল ভুলাইয়া ৩ টাইটেল ট্র্যাক

৬. আঁখ – (সুনিধি চৌহান)

৭. নয়ন মটকা

আপনি ২০২৫ কে স্বাগত জানাতে কি প্রস্তুত? তাহলে এখনই আপনার প্লেলিস্ট আপডেট করুন, ভলিউম বাড়ান, বলিউডের ২০২৪ সালের সেরা হিট গানগুলি চালিয়ে দিন। গানে গানেই হোক পুরাতন বছরের বিদায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Songs, #Happy New Year, #Party songs, #Dance numbers, #31st December 2024

আরো দেখুন