2025 FIFA Club World Cup: ক্লাব বিশ্বকাপে সাম্বা ঝড় থামল! ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

2025 FIFA Club World Cup-এ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে উঠল চেলসি। জোয়াও পেদ্রোর জোড়া গোলে থামল সাম্বা ঝড়।

July 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
চেলসির জোয়াও পেদ্রো গোল করার পর উদযাপন করছেন, পেছনে ফ্লুমিনেন্সের ডিফেন্ডার হতাশ
ফ্লুমিনেন্সকে ০-২ গোলে হারিয়ে ফাইনালে চেলসি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৯: এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের শুরু থেকেই লাতিন আমেরিকার ক্লাবগুলোর দাপট ছিল বেশ চোখে পড়ার মতো। বিশেষ করে ব্রাজিলীয়ান ক্লাবগুলোর। টুর্নামেন্টের শুরু থেকেই বেশ দাপটের সঙ্গে ফুটবল খেলছিল তাঁরা। একের পর এক বড় বড় ইউরোপিয়ান দলগুলোকে কার্যত হেলায় হারাচ্ছিল সেলেকাওরা। তবে অবশেষে থামল সেই সাম্বা ঝড়। তাও আবার আরেক ব্রাজিলীয় খেলোয়াড়ের পা থেকেই। ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স (Fluminense) ও চেলসি (Chelsea)। সেই ম্যাচেই ফ্লুমিনেন্সকে ০-২ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল চেলসি।

ভারতীয় সময় মঙ্গলবার রাতে নিজদেরই প্রাক্তন তারকা জোয়াও পেদ্রোর (Joao Pedro) গোলেই বিদায় নিতে হয় ফ্লুমিনেন্সকে। ম্যাচের ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে চেলসিকে এগিয়ে দেয় জোয়াও পেদ্রো।

কিছুদিন আগেই চেলসিতে যোগদান করেন এই বছর ২৩-এর ব্রাজিলীয়। এবং চেলসির জার্সিতে এটিই ছিল তাঁর প্রথম ম্যাচ। সেই অভিষেক ম্যাচেই নিজের জাত চেনালেন পেদ্রো। এই ম্যাচের দ্বিতীয় গোল আসে ৫৬ মিনিটে সেই পেদ্রোর পা থেকেই। বাঁদিক থেকে আসা একটি বলকে নিজের একক দক্ষতায় গোলে পাঠান জোয়াও। তবে নিজের ছোটবেলার ক্লাবের বিরুদ্ধে গোল করেও সেই ক্লাবকে শ্রদ্ধা জানাতে ভোলেননি তিনি। গোল করার পরে হাতজোর করে ক্ষমা চান তিনি।তবে এই ম্যাচে একাধিক সুযোগ তৈরি করার পরেও গোল পায়নি ফ্লুমিনেন্স। তবে ব্রাজিলীয়দের এই টুর্নামেন্ট জুড়ে যে অসাধারণ পারফরমেন্স তা মনে থাকবে সকলের।

এই জয়ের পর চেলসি ফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইলানে জয়ী দলের সঙ্গে। আজ ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নামতে চলেছে পিএসজি ও রিয়াল মাদ্রিদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen