দেশ বিভাগে ফিরে যান

২০২৪: ফিরে দেখা দেশের পাঁচ সেরা ঘটনা

January 1, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরাতন বছরকে বিদায় জানানোর বেদনা এবং নতুন বছরকে উৎসবের আমেজে বরণ করার আনন্দে মুখর ভারতবাসী। কোন কোন খবর দেশবাসীর মনের আশা জুগিয়েছিল? দেশজুড়ে কোন কোন খবর তোলপাড় করেছিল? তা জানতে দেখে নিন দৃষ্টিভঙ্গির বিচারে সেরা পাঁচ খবর।

১. টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের

২০২৪ সালে দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এক দিনের এবং টি-টোয়েন্টি মিলিয়ে চতুর্থ বার বিশ্বজয় করেছে ভারতীয় ক্রিকেট দল।

২. আন্তর্জাতিক ক্রিকেট থেকে কোহলির অবসর ঘোষণা

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন বিরাট কোহলি। তাঁর এই ঘোষণায় ভারতের ক্রিকেট ইতিহাসে একটি যুগের অবসান হয়।

৩. অলিম্পিক্সে ভারতের সাফল্য

২০২৪শের অলিম্পিক্সে ভারত মোট ৬ পদক জিতেছে। এরমধ্যে একটি রুপো আর বাকিগুলো ব্রোঞ্জের পদক রয়েছে। শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পদক জয় করেছেন ভারতের মনু ভাকর এবং একটি পদক জয় করেছেন সরবজিৎ সিং। শুটিংয়ে আরও একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন স্বপ্নীল কুশাল। এছাড়াও ভারতীয় হকি দল। প্যারিসেও ব্রোঞ্জ পদক জয় করেছে। কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন আমন শেহরাওয়াত। জ্যাভলিন থ্রোয়ে রুপোর পদক জয় করেছেন নীরজ চোপড়া।

৪. মণিপুরে সাম্প্রদায়িক হিংসা

মণিপুরে সাম্প্রদায়িক হিংসা, ছবি – PTI

২০২৪ সালে মণিপুরে সাম্প্রদায়িক হিংসার ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব ভয়াবহ রূপ নেয়। দীর্ঘদিনের সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি হয় এবং গৃহহীন হয় কয়েক হাজার মানুষ।

৫. দিল্লির ভয়াবহ বায়ুদূষণ

দিল্লির ভয়াবহ বায়ুদূষণ, ছবি – PTI

২০২৪ সালের শেষের দিকে রেকর্ড মাত্রায় পৌঁছায় দিল্লির বায়ুদূষণ। বাতাসের গুণমান ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছানোর ফলে বন্ধ করা হয় স্কুল-কলেজ, যানবাহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপিত হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Incident, #2024.

আরো দেখুন