কলকাতা বিভাগে ফিরে যান

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা 

January 1, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হচ্ছে এবারের সঙ্গীত মেলা। চলবে আগামীকাল ২রা জানুয়ারি থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১১টি মঞ্চে সঙ্গীতশিল্পী ও যন্ত্রশিল্পী অংশগ্রহণ করবেন সঙ্গীত মেলায়। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরাও অংশগ্রহণ করবেন।

কলকাতায় ১১টি জায়গার পাশাপাশি আরও ৪টি জেলায় সঙ্গীতমেলা অনুষ্ঠিত হবে। প্রতিবছরই নিয়ম মেনে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজন করে এই মেলার। প্রায় পাঁচ হাজারেরও বেশি সঙ্গীতশিল্পী, যন্ত্রশিল্পী ও সঞ্চালকেরা অংশ নেবেন এই মেলায়।

রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, ঋষি অরবিন্দ পার্ক, মোহরকুঞ্জ, রাজ্য সংগীত অ্যাকাডেমি মুক্তমঞ্চ, রবীন্দ্র সদন প্রাঙ্গণে বসবে সঙ্গীত মেলার আসর।

অন্যান্য বছরের মতো এবারেও শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি হিসেবে সম্মান জানানো হবে উৎপলা সেন, সুচিত্রা মিত্র, ছবি বন্দ্যোপাধ্যায় ও কণিকা বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের নামের শীর্ষক একটি প্রদর্শনী গগনেন্দ্র শিল্প প্রদর্শন শালায় চলবে ২রা থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর দু’টো থেকে ন’টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bangla Sangeet Mela

আরো দেখুন