নতুন বছরের প্রথম দিনেই দুঃসংবাদ, প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অলোক সাহা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন বছরের প্রথমদিনে বিষাদের ছোঁয়া । প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অলোক সাহা। বয়স হয়েছিল ৬৪ বছর। ইস্টবেঙ্গল ক্লাবের ডিফেন্সে অন্যতম বড় ভরসা ছিলেন তিনি। সন্তোষ ট্রফিতে বাংলার হয়েও খেলেছেন তিনি।
১৯৮৩-১৯৮৮ সাল টানা ৫ বছর ইস্টবেঙ্গলে খেলেছেন অলোক। ১৯৮৭-তে অধিনায়ক ছিলেন। চাকরি করতেন CESC-তে। তবে চাকরি থেকে অবসর গ্রহণ করার পর থেকেই তিনি নার্ভের সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। গত তিন দিন অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি। আজ, বুধবার ভোররাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অলোক। তাঁর প্রয়াণে অর্ধনমিত রাখা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা।
১৯৮৩ সালে আইএফএ শিল্ড ও DCM ট্রফিতে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে তাঁর বড় অবদান ছিল। ১৯৮৪ সালে শিল্ড এবং সঞ্জয় গান্ধী গোল্ড কাপে ইস্টবেঙ্গলেৎ জার্সিতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি। ১৯৮৫তে কলম্বোয় অনুষ্ঠিত কোকাকোলা কাপ জয়ী ইস্টবেঙ্গল দলেরও সদস্য ছিলেন অলোক। সেবছর কলকাতা লিগ, ফেডারেশন কাপ ও দার্জিলিং গোল্ড কাপ জিতেছিল তাঁর প্রিয় ক্লাব।