খেলা বিভাগে ফিরে যান

অপেক্ষার অবসান, আট বছর আবার সন্তোষ ট্রফিতে সেরা বাংলা

January 1, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আট বছরের অপেক্ষার পর, কেরলকে 1- 0 গোলে হারিয়ে বাংলার ফুটবল দল এবছর 33তম বারের জন্য মর্যাদাপূর্ণ সন্তোষ ট্রফি জয় করল। এদিন রবি হাঁসদার গোলে বাংলার জয়ের সিলমোহর পরে। তিনি তেরটি গোল করে গোল্ডেন বুটও অর্জন করেছেন। এবার বাংলার কোচ ছিলেন সঞ্জয় সেন, অধিনায়ক চাকু মান্ডি ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #kerala, #Santosh Trophy

আরো দেখুন