← বিনোদন বিভাগে ফিরে যান
২০২৫শে মুক্তি পাচ্ছে কোন কোন বাংলা সিনেমা? দেখে নিন একনজরে
মানস মোদক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৫ সালের সবচেয়ে প্রত্যাশিত কিছু বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। আশা করি নতুন বছরে সিনেপ্রেমীদের হতাশ করবে না।
নতুন বছরে মুক্তি পাচ্ছে ঘোষিত যে যে বাংলা ছবি, দেখে নিন একনজরে
১০ জানুয়ারি – ভাগ্য লক্ষী
১০ জানুয়ারি – পাটালিগঞ্জের পুতুল খেলা
২৩ জানুয়ারি- বিনোদিনী
২৩ জানুয়ারি- সত্যি বলে সত্যি কিছু নেই
১১ এপ্রিল – পুরাতন
আড়ি (পয়লা বৈশাখ)
১৬ মে – আমার বস
হাটি হাটি পা পা (মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি)
ও মন ভ্রমন (মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি )
স্বার্থপর (মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি )
পুজোয় মুক্তি পাচ্ছে (মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি)
বানসাঁরা
দেবী চৌধুরানী
পারিয়া ২
বিনি সুতোর তান
রঘু ডাকাত