← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
স্বাগত ২০২৫, দেখে নিন বিশ্বের নানান প্রান্তে বর্ষবরণের ছবি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বাগত ২০২৫, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা দৃষ্টিভঙ্গির সকল পাঠক এবং শ্রোতা-দর্শকদের। ইতিমধ্যেই বিশ্বের নানান প্রান্তে শুরু হয়ে গিয়েছে বর্ষবরণের উৎসব। দেখে নিন আনন্দ-আয়োজনের সেই ছবি।
১) নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে আতশবাজির মাধ্যমে স্বাগত জানানো হয় নতুন বছরকে।
২) সিডনিতে আতসবাজির মাধ্যমে স্বাগত জানানো হয় নতুন বছরকে।
৩)নিউজিল্যান্ডের Yogyakarta শহরে প্রতিবারের মতোই স্বাগত জানানো হয় নতুন বছরকে।
৫) রোমের ইতালিতে উৎসবের আবহ চোখে পড়ে। ছবি সৌজন্যে এক্স হ্যান্ডেল
৬) তাইওয়ানে আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হল।
৭) সংযুক্ত আরব আমিরশাহিতে স্বাগত জানানো হল নতুন বছরকে।
৮) লন্ডনে আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হল।
৯) প্যারিসে স্বাগত জানানো হয় নতুন বছরকে।