রাজ্য বিভাগে ফিরে যান

কোন দপ্তরে কাজের অগ্রগতি কেমন? আজ রিপোর্ট কার্ড দেখবেন মমতা

January 2, 2025 | < 1 min read

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কেমন হচ্ছে কাজ, কোন দপ্তরে কাজের অগ্রগতি কেমন তা আজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি কেমন, তা নিয়ে রিপোর্ট কার্ড তৈরি হয়েছে। আজ নবান্ন সভাঘরে দুপুরে রিপোর্ট কার্ড নিয়ে মন্ত্রী-আমলাদের কাজের পর্যালোচনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানীয় জল, স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো, রাস্তা তৈরি-সহ অন্যান্য গ্রামোন্নয়ন প্রকল্প, বাঘ ও হাতির হানা এবং বন দপ্তরের একাধিক ইস্যু, কঠিন বর্জ্য পরিশোধন সহ নানান বিষয় নিয়ে তিনি পর্যালোচনা করবেন বলেও মনে করছে প্রশাসনিক মহল।

এবার রাজ্য ইউনিফায়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চলেছে। যার মাধ্যমে প্রত্যেক দপ্তরের পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের খরচ নির্ধারণ থেকে শুরু করে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা পর্যন্ত খুঁটিনাটি যাবতীয় বিষয়ের উপর নজর রাখবে রাজ্য অর্থদপ্তর। জানা গিয়েছে, অনলাইন ব্যবস্থাটিতে কংক্রিট, স্টিল, বিয়ারিং, ইত্যাদি সামগ্রীর শিডিউল অব রেট বা রাজ্যের নির্ধারিত মূল্য আগে থেকে দেওয়া থাকবে। প্রকল্পের প্রয়োজনীয় সামগ্রী-সহ অন্যান্য সমস্ত তথ্য তুলে দিলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অনলাইনে প্রকল্পের আনুমানিক খরচ কষা হয়ে যাবে।

এতদিন রাজ্যের আইএফএমএস পোর্টালের মাধ্যমে প্রকল্পের প্রশাসনিক ও আর্থিক অনুমোদন করা হত। এবার থেকে তা নতুন ব্যবস্থার মাধ্যমে হবে। সম্ভবত আইএফএমএস’র সঙ্গে নয়া অনলাইন ব্যবস্থার সংযুক্তিকরণের পরিকল্পনা রয়েছে। অনুমোদনের পর নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষের লক্ষ্যে এই ব্যবস্থার মাধ্যমে কাজের অগ্রগতিরও যাচাই করা হবে। একটি ড্যাশবোর্ডে প্রত্যেক দপ্তরের নেওয়া পরিকাঠামো উন্নয়নের কাজের অগ্রগতির হিসাবে থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Nabanna, #Report Card

আরো দেখুন