বিনোদন বিভাগে ফিরে যান

বর্ষবরণের রাতে অবাক কান্ড! Zomato-তে সার্চ করে চলল গার্লফ্রেন্ড, বউয়ের খোঁজ?

January 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুঠোফোনেই এখন বন্দি দুনিয়া। বিরিয়ানি থেকে ব্রেড-বাটার, টি-শার্ট থেকে টুথপেস্ট, এক ক্লিকেই পৌঁছে যাচ্ছে দুয়ারে। ফ্লিপকার্ড, আমাজন, জোম্যাটো, সুইগির মতো অনলাইন সংস্থাগুলো সহজ-সরল করে তুলেছে জীবনযাত্রাকে। কিন্তু অ্যাপে চলল গার্লফ্রেন্ডের খোঁজ!

অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো তথ্যই এমন দাবি করছে। বর্ষবরণের রাতে জোম্যাটো অ্যাপে ৪৯৪০ জন ‘গার্লফ্রেন্ড’ খুঁজেছেন। আবার রীতিমতো সার্চ করে ৪০ জন ‘বউ’ খুঁজেছেন বলেও জানা গিয়েছে। ম্যাট্রিমনি অ্যাপের বদলে ফুড অ্যাপে ‘গার্লফ্রেন্ড’ এবং ‘বউ’য়ের খোঁজ করা হল ! জোমাটোর চাঞ্চল্যকর ডেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা। সেই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

হাসির রোল উঠেছে নেটপাড়ায়। কেউ কেউ বলছেন, ফুড ডেলিভারি অ্যাপে প্রেমিকা বা বউয়ের খোঁজ, এ শুধু ভারতেই সম্ভব। জোম্যাটোকে ম্যাট্রিমনি সাইট খোলারও পরামর্শ দিয়েছেন কেউ কেউ।

TwitterFacebookWhatsAppEmailShare

#search, #wife, #zomato, #girl friends

আরো দেখুন