বিনোদন বিভাগে ফিরে যান

L&T চেয়ারম্যান সুব্রহ্মণ্যম-এর মন্তব্যে মোক্ষম জবাব দিলেন দীপিকা, কী বললেন অভিনেত্রী?

January 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘ইনফোসিসে’র সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি বলেছিলেন, দেশ গঠনের জন্য তরুণ ভারতীয়দের সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করা উচিত। যা থেকে কর্ম-জীবন ভারসাম্য নিয়ে উসকে উঠেছে বিতর্ক। সেই বিতর্কের মধ্যেই এবার আরও এক ধাপ এগিয়ে ‘লারসন অ্যান্ড টুব্রো’ সংস্থার চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যম, সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের পরমর্শ দিলেন। বাড়িতে বউয়ের মুখের দিকে চেয়ে থাকাটা কোনও কাজের কথা নয়। তার চেয়ে অফিসে সময় দেওয়াটাই বুদ্ধিমানের। কর্মীদের প্রতি সপ্তাহে ৯০ ঘণ্টা বিনিয়োগ করা জরুরি। শুধু তাই নয়, রবিবার অর্থাৎ ছুটির দিনে কর্মীদের আসার আহ্বান জানাতেই জন্ম নিয়েছে বিতর্ক।

মন এক বক্তব্যের পর পক্ষে এবং বিপক্ষের দল তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া যেন অদৃশ্য রণক্ষেত্র! অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, যিনি নিজেও মানসিক স্বাস্থ্য নিয়ে একাধিকবার সরব হয়েছেন, তিনিও এবার মুখ খুললেন। তিনি সাংবাদিক ফায়ে ডি’সুজার (যিনি এই বিষয়ে রিপোর্টটি করেন) পোস্টটি শেয়ার করে লেখেন, ‘এত বড় পদে থাকা ব্যক্তিদের এই ধরনের মন্তব্য দেখে অবাক লাগছে!’ হ্যাশট্যাগে জুড়ে দেন #MentalHealthMatters।’

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Deepika Padukone, #chairman, #SN Subrahmanyan, #Larsen & Toubro

আরো দেখুন