কলকাতা বিভাগে ফিরে যান

সম্পত্তি করে নজির! কতজন নতুন করদাতা পেল পুরসভা?

January 11, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন করদাতা নথিভুক্ত করার ক্ষেত্রে সাফল্য পেল কলকাতা পুরসভা। নতুন করে বহু জমি বা ঘরবাড়ি সম্পত্তি করের আওতায় আসায় করদাতার সংখ্যা সাড়ে ন’লক্ষ ছাড়িয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। পুরসভার তথ্য অনুযায়ী, গত এক বছরে ৪৪ হাজারের বেশি নতুন করদাতা নথিভুক্ত হয়েছেন। যা রেকর্ড বলেই দাবি আধিকারিকদের। এক বছরে শহরের ৬৫ হাজারের বেশি সম্পত্তি ‘সেল্ফ অ্যাসেসমেন্ট’ আওতায় এনেছে পুরসভা।

সম্পত্তি কর খাতে আয়বৃদ্ধি করতে হলে করদাতার সংখ্যা বৃদ্ধি জরুরি, গত তিন বছর ধরে পুরসভা তা করে গিয়েছে। গত বছর ৫ জানুয়ারি করদাতার সংখ্যা ছিল ৯ লক্ষ ১০ হাজার ৪৩১। চলতি বছর এই সময়ে তা ৯ লক্ষ ৫৪ হাজার ৫৯৩। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার তিন মাস আগেই করদাতার সংখ্যা বেড়েছে ৪৪ হাজার ১৬২ জন। এখন অনলাইনে নতুন বাড়ি বা ফ্ল্যাটের সিসি দেওয়া হচ্ছে। তখনই দ্রুততার সঙ্গে মিউটেশন ও অ্যাসেসমেন্ট করে দিয়ে নতুন অ্যাসেসি করে নেওয়া হচ্ছে বলে মত পুরকর্তাদের।

সম্পত্তি করের স্ব-মূল্যায়নেও সাফল্য এসেছে। গত বছর অবধি স্যাফে ৩ লক্ষ ৮০ হাজার ৮৫০ জন তালিকাভুক্ত ছিলেন। চলতি বছর ৫ জানুয়ারি পর্যন্ত সংখ্যাটা ৪ লক্ষ ৪৬ হাজার ৫৯০। এক বছরে ৬৫ হাজার ৭৪০টি সম্পত্তি ‘স্যাফ’-এর আওতাভুক্ত হয়েছে। বকেয়া করদাতাদের বাড়িতে চিঠি পাঠানো, নতুন সম্পত্তির রেজিস্ট্রেশন ও মিউটেশনের জন্য পাড়ায় পাড়ায় শিবির করে সাফল্য এসেছে। পুরসভা সূত্রে খবর, কসবা, যাদবপুর, মুকুন্দপুর, গরফা, বেহালা, জোকা, ঠাকুরপুকুর ইত্যাদি এলাকায় বহু সম্পত্তির এখনও কর মূল্যায়ন হয়নি। ফলে নতুন করদাতার সংখ্যা আরও বাড়তে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Taxpayers, #self-assessment, #KMC, #property tax

আরো দেখুন