১৮জানুয়ারি সকালের পর দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী শনিবার (১৮জানুয়ারি)গার্ডেনরিচ জলপ্রকল্প ও তার আওতাভুক্ত একাধিক পানীয় জলের বুস্টার পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। পরের দিন অর্থাৎ ১৯ জানুয়ারি সকালের পর ফের স্বাভাবিক হবে সরবরাহ। শনিবার সকাল ছ’টা থেকে ন’টা পর্যন্ত জল সরবরাহ স্বাভাবিক থাকবে। তারপর বন্ধ করা হবে। রবিবার সকালের পর স্বাভাবিক হবে পরিষেবা।
এর ফলে শহরের দক্ষিণ অঞ্চলের বড় অংশ যেমন, বাইপাস সংলগ্ন দক্ষিণ-পূর্ব ও সংযুক্ত কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। পাশাপাশি, যেহেতু গার্ডেনরিচের জল সরবরাহ হয়, তাই মহেশতলা, বজবজ পুরসভা অঞ্চলের বিভিন্ন জায়গায় সরবরাহ বিঘ্নিত হবে। তবে কোনও অঞ্চলে সমস্যা দেখা দিলে সেখানে জলের গাড়ি পাঠানো হবে বলে আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা। মেরামতের কাজের জন্য সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচ জলপ্রকল্প এবং তার আওতায় থাকা সরবরাহে যুক্ত বিভিন্ন পাম্পিং স্টেশনে নির্দিষ্ট সময় অন্তর মেরামতের কাজ করতে হয়। তার পাশাপাশি কয়েকটি জায়গায় পাইপলাইনেও ফাটল ধরা পড়েছে। এ কারণে জল অপচয় হচ্ছে। সেই ফাটল মেরামতের কাজও হবে। পুরসভা জানিয়েছে, কালীঘাট, রানিকুঠি, গরফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ ও শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশনগুলি ও গার্ডেনরিচ জলপ্রকল্পের বিভিন্ন ক্যাপসুল (ছোট) বুস্টার পাম্পিং স্টেশন থেকে পানীয় জল সরবরাহ হবে না।