কলকাতা বিভাগে ফিরে যান

এপিডিআরের আবেদন খারিজ হাইকোর্টে, বইমেলায়া তাদের স্টল থাকছে না

January 11, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবছর বইমেলায় এপিডিআরের স্টল থাকছে না। কলকাতা বইমেলায় স্টল পাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর। শুক্রবার সেই মামলার শুনানির পর তাদের আবেদন নাকচ করে দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ।

বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে এপিডিআরের অভিযোগ ছিল, বইমেলায় স্টল বণ্টনে স্বচ্ছতা দেখাচ্ছে না গিল্ড। প্রতিবছর তাদের স্টল দেওয়া হলেও এবছর দেওয়া হচ্ছে না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানিতে গিল্ডের তরফে সওয়ালে দাবি করা হয়, বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এপিডিআর লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ক্যাটালগ জমা দিতে পারেনি। এই নথিগুলি থাকলেই সাধারণত বইমেলায় স্টল বসানোর অনুমতি দেওয়া হয়। এপিডিআর তা দাখিল করতে পারেনি। তাই তাদের স্টল দেওয়া হয়নি। এই বক্তব্যের বিরোধিতা করেনি এপিডিআর। এরপর বিচারপতি সিনহা নির্দেশে জানান, গিল্ড কোনও সরকারি কাজ করছে না। এটি একটি বেসরকারি সংস্থা। ফলে গিল্ডের বিরুদ্ধে এই মামলার গ্রহণযোগ্যতা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Book Fair, #calcutta high court, #APDR

আরো দেখুন