মহিলাদের জন্য আর্থিক প্রকল্পই গেম চেঞ্জার হয়ে উঠেছে ভোট বাক্সে, বলছে SBI-র রিপোর্ট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহিলাদের জন্য আর্থিক প্রকল্পই গেম চেঞ্জার হয়ে উঠেছে ভোট বাক্সে। সম্প্রতি এক রিপোর্টে এমনই দাবি করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তাদের রিপোর্ট বলছে, ২০২১ সালে বাংলার বিধানসভা ভোটেই অতিরিক্ত ২৯ লক্ষ ১০ হাজার মহিলাকে বুথে টেনে নিয়ে গিয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’। তাঁরা কেউ ২০১৬ সালে ইভিএমে আঙুল ছোঁয়াননি। কিন্তু পাঁচ বছর পর ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তৃণমূল ফের জিতলে প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা করে ঢুকবে। এই প্রতিশ্রুতিটুকুই ওই মহিলাদের ভোটমুখী করেছে।
বিগত ১০ বছরে রাজ্যে যে নির্বাচনগুলি হয়েছে, তাতে ভোটার সংখ্যা ও ভোটদানের প্রেক্ষিতে এই রিপোর্টটি তৈরি করেছে স্টেট ব্যাঙ্ক। সেখানেই উঠে এসেছে সামাজিক প্রকল্পগুলির প্রভাবের বিষয়টি। এসবিআই স্পষ্ট বলছে, মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক সমৃদ্ধি যথেষ্ট প্রভাব ফেলেছে নির্বাচনে। সরাসরি তাদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার পথ প্রদর্শক বাংলা। ২০২৩ সালে সমগোত্রীয় স্কিম ‘লাডলি বহেনা’ হাতে নেয় মধ্যপ্রদেশ। ওই বছরেই কর্ণাটকে শুরু হয় ‘গৃহলক্ষ্মী’ এবং তামিলনাড়ুতে ‘মাগালির উরিমাই’। পরবর্তীতে সেই পথে হাঁটে মহারাষ্ট্র, ওড়িশা, অসম এবং ঝাড়খণ্ডও। যদিও এমন প্রকল্প চালু করে মহিলাদের ভোট সবচেয়ে বেশি পেয়েছে মহারাষ্ট্র। পাঁচ বছর আগের তুলনায় সেরাজ্যে শেষ বিধানসভা ভোটে প্রায় ৫৩ লক্ষ বেশি মহিলা বুথে গিয়েছেন। মধ্যপ্রদেশে সংখ্যাটা ২৮ লক্ষ। লোকসভা ভোটে অবশ্য বিষয়টি উল্টো। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর নারীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী জনধন যোজনা এবং প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।