← কলকাতা বিভাগে ফিরে যান
শিয়ালদহ স্টেশনের পাশের ‘ফুড কোর্ট’-এ বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কে যাত্রীরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিয়ালদহ স্টেশনের কাছে ‘ফুড কোর্ট’-এ ভয়াবহ আগুন। শনিবার বিকেল বিকেল চারটে নাগাদ আগুন লাগে বলে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের তিনটি ইঞ্জিন। অতি দ্রুত চলছে আগুন নেভানোর কাজ। স্টেশন চত্বরে ঠাসা ভিড়ের মাঝেই অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর মেলে নি।
সূত্রের খবর, এদিন বিকেলে শিয়ালদহ স্টেশনের পাশে ‘ফুড কোর্ট’-এ আগুন দেখা মাত্রই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় দমকলকে। তারপর থেকেই চলছে আগুন নেভানোর কাজ। তবে কী করে আগুন লাগল তা এখন জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনা।