খেলা বিভাগে ফিরে যান

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি২০ দল, অবশেষে ফিরলেন মহম্মদ শামি

January 11, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় দলে মহম্মদ শামি ফিরবে কিনা সেদিকে সকলের নজর ছিল। অবশেষে দলে প্রত্যাবর্তন হল শামির। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজের দল বেছে নিলেন ভারতীয় নির্বাচকরা। ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল পরে চূড়ান্ত করা হবে। ৪৩১ দিন পরে ইডেনে খেলতে পারেন তিনি।

২২ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচটি কলকাতায়। বাকি খেলা হবে, ২৫ তারিখ চেন্নাইয়ে, ২৮ তারিখ রাজকোটে, ৩১ তারিখ পুণে ও ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে। মোট পাঁচটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ হবে।

সাম্প্রতিককালে শামিকে ভোগাচ্ছিল হাঁটুর সমস্যা। তাঁর উপর নজর রাখছিলেন এনসিএ-র ফিজিও-সহ বিশেষজ্ঞরা। ন্যাশনাল ক্রিকেট আকাদেমি বা অধুনা বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স থেকে শামিকে খেলানোর সবুজ সঙ্কেত মিলতেই দলে নিলেন নির্বাচকরা। তবে টি২০ সিরিজের দলে রাখা হয়নি ঋষভ পন্থকে।

ভারতের টি-টোয়েন্টি দল—সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #England, #Team India, #Mohammad Shami, #T20I series

আরো দেখুন