দিল্লি ভোটের আগে ‘ঈশ্বর’ থেকে ফের ‘মানুষ’ নরেন্দ্র মোদী!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঈশ্বর থেকে ফের মানুষ নরেন্দ্র মোদী! ২০২৩ সালের ২৮ মে রাষ্ট্রপতিকে ‘এড়িয়ে’ নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় তাঁর সেই সদর্প ঘোষণা—‘দেশের কল্যাণে যাবতীয় পবিত্র কাজের জন্য ঈশ্বর আমাকেই বাছাই করেছেন’… সেও এখন দূরের গ্রহে অবস্থান করছে। প্রশ্ন উঠছে, আত্মপ্রচার ছাপিয়ে হঠাৎ এই আত্মোপলব্ধির কারণ কী? সঙ্ঘ নয় তো?
সরসঙ্ঘ চালক মোহন ভাগবত কিন্তু প্রকাশ্যেই বিরক্তি দেখিয়ে বলেছিলেন, ‘কেউ কেউ নিজেকে ঈশ্বর মনে করছেন। তেমন না ভেবে মানুষের জন্য কাজ করতে হবে।’ সেটা ছিল লোকসভা ভোটের ফলপ্রকাশের পর। আর এখন তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরএসএস বুঝিয়েই দিচ্ছে, সরকারে বিজেপি থাকতে পারে। আসল চালিকাশক্তি তারাই। কারণ, জনগণ ‘দম্ভ’ বরদাস্ত করে না। নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নামে দুই ‘ক্রাচে’ ভর করা তৃতীয় মোদী সরকারও তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। জেরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পিপল বাই ডব্লুটিএফ সিরিজের জন্য দেওয়া জীবনের প্রথম পডকাস্ট সাক্ষাৎকারে যেন তারই প্রতিধ্বনি। রাখঢাক না করে মোদির স্বীকারোক্তি, ‘ভুল সবারই হয়। কিছু কিছু ভুল আমিও করে ফেলি। ঈশ্বর নই, আমিও মানুষ।’
প্রধানমন্ত্রী হওয়ার পর সাংবাদিক সম্মেলনের নজির নেই বললেই চলে। সাক্ষাৎকার দিলেও সংবাদমাধ্যম এবং প্রশ্নের ক্ষেত্রে ‘শর্ত’ থেকেছে পাহাড়প্রমাণ। তাই এই দু’ঘণ্টার পডকাস্ট নিয়ে দেশবাসীর আগ্রহ কম নয়! এখানে নিজের সম্পর্কে বহু তথ্য সামনে এনেছেন প্রধানমন্ত্রী। ছোটবেলার স্মৃতি, পড়াশোনা, রাজনীতিতে পা দেওয়া, নীতি নির্ধারণ, ঘাত-প্রতিঘাত সহ বহু বিষয় উঠে এসেছে। সেই সূত্রেই প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ‘পরিবারের সব সদস্যের জামাকাপড় কাচতাম আমি। সেই কারণে পুকুরে যাওয়ার অনুমতি পেতাম।’ এসেছে বিতর্কের আঁচও।
বিজেপি তথা আরএসএসের বিরুদ্ধে হামেশাই হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলে বিরোধী দলগুলি। আর পডকাস্টের শুরুতেই ঘুরিয়ে হিন্দি ইস্যু তোলেন নিখিল কামাথ। মোদীর উদ্দেশে তিনি বলেন, ‘স্যার, আমার হিন্দি তেমন ভালো নয়। সেজন্য মার্জনা করবেন। আমি দক্ষিণ ভারতীয়। বড় হয়েছি মূলত বেঙ্গালুরুতে। আমার মায়ের শহর মাইসুরু, সেখানে কন্নড় ভাষায় কথা বলেন মানুষ। আমার বাবা মেঙ্গালুরুর কাছে থাকেন। স্কুলে হিন্দি শিখেছি। কিন্তু এই ভাষাটিতে বিশেষ সাবলীল নই।’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হাম দোনো কি অ্যায়সে হি চলেগি।’ যদিও সবটাই ছাপিয়ে যাচ্ছে তাঁর ‘মানুষ’ উপলব্ধি। এই মন্তব্য ‘ভাইরাল’ হওয়ার পর কংগ্রেস নেতা জয়রাম রমেশের ঠেস, ‘কয়েক মাস আগেও নিজেকে ঈশ্বরের বরপুত্র বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। এই বিনয় স্পষ্টতই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা’।