রাজ্য বিভাগে ফিরে যান

নির্বাচিত হয়েই সিতাইয়ের উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নিলেন নতুন বিধায়ক সঙ্গীতা রায়

January 11, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিতাই ব্লকে কলেজের জন্য জমি দান হয়েছে। কিন্তু তা এখনও তৈরি হয়নি। একই অবস্থা সিতাই দমকল কেন্দ্ররও। নদী ভাঙনে কারণে কয়েক হাজার মানুষ প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘদিন ধরেই বাঁধের দাবিতে আন্দোলন হচ্ছে। কিন্তু বাঁধ তৈরি হয়নি। নতুন বিধায়ক নির্বাচিত হওয়ার পরই কলেজ, দমকল, বাঁধ নির্মাণের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন সঙ্গীতা রায়। দু’দিন ধরে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের সঙ্গে তিনি দেখা করেছেন। দ্রুত কলেজে, দমকল ও গীতালদহে বাঁধ নির্মাণের দাবিও তাঁদের কাছে জানিয়ে এসেছেন তিনি।

উপনির্বাচনের সিতাইয়ে দমকল তৈরির প্রতিশ্রুতি দেয় তৃণমূল। সিতাইয়ের বিডিও অফিসের জমিতে চিহ্নিত করা হয়। কিন্তু এতদিনেও দমকল কেন্দ্র গড়ে উঠেনি। নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে বৃহস্পতিবার কলকাতায় দমকলমন্ত্রী সুজিত বসু সঙ্গে দেখা করেন বিধায়ক।

২০১২ সাল থেকে সিতাইয়ের কোনাচাত্রায় জমি দান করেছিলেন একজন। সেই জমি চিহ্নিত করে দানকারি ব্যক্তির নামে প্রস্তাবিত কলেজের নামকরণ করা হয়। এখন অব্দি কলেজের অনুমোদন আসেনি। দিনহাটা মহকুমায় একটি মাত্র কলেজ রয়েছে। অন্য কলেজ থেকে সিতাইয়ের ওই জায়গায় তৈরি করার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অনুরোধ করেন সঙ্গীতা রায়। শুক্রবার জল সম্পদ ভবনে গিয়ে গীতালদহের জাড়িধরলা ৩৩০০ মিটার বাঁধ তৈরির প্রয়োজনীয়তার বিষয়টি জানান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sangita Roy, #development, #Sitai, #Sitai Assembly

আরো দেখুন