পৌষে বিশ্বকর্মা আরাধনায় মেতে উঠল উদয়নারায়ণপুরের তাঁতিরা, অকাল পুজোর কারণ কী?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অকাল বিশ্বকর্মা পুজো! শীতকালে শিল্পের দেবতার আরাধনায় মাতল তন্তুবায়রা। উদয়নারায়ণপুরের তন্তুবায়রা পৌষ মাসের শেষ সপ্তাহ থেকে ভাদ্র মাসের প্রথম সপ্তাহের মধ্যে কোনও একদিন বিশ্বকর্মা পুজো করেন। সেই মতো এবারেও ধূমধাম করে পুজোর আয়োজন করা হল। উদয়নারায়ণপুর জুড়ে ছিল উৎসবের আমেজ।
উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকায় তন্তুবায়দের বাড়িতে বিশ্বকর্মার পুজো আয়োজন করা হয়েছিল। তন্তুবায় সমবায় সোসাইটিগুলিতেও আলাদা করে পুজোর ব্যবস্থা করা হয়। অকালে পূজিত এই বিশ্বকর্মার বাহন কিন্তু হাতি নয়, তাঁতিদের বিশ্বকর্মা আসেন ঘোড়ায় চড়ে। উল্লেখ্য, উদয়নারায়ণপুরে তন্তুবায় শিল্পীর সংখ্যা প্রায় ৬ হাজার। রয়েছে ১৩-১৪টি সমবায় সোসাইটি।
উদয়নারায়ণপুরের গজা, হরালি, পিয়ারাপুর, শিবপুর, কুরচি, সুলতানপুর-সহ একাধিক গ্রামে যাঁদের বাড়িতে তাঁত আছে, প্রায় সবার বাড়িতেই এই পুজো হয়। যাঁদের প্রতিমা কেনার সামর্থ্য থাকে না, বা অন্য কোনও কারণে মূর্তি আনতে পারেন না, তাঁরা বাড়িতে শোলার ঘোড়া এনে পুজো করেন।