রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রের মুখাপেক্ষী আর নয়! গঙ্গাসাগরে সেতু গড়তে সার্ভে, টেন্ডার, DPR সংক্রান্ত কাজ সারল রাজ্য

January 12, 2025 | < 1 min read

ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘদিন ধরে গঙ্গাসাগরে সেতু তৈরির কাজ ফেলে রেখেছে কেন্দ্র। হিন্দুত্ব নিয়ে বড় বড় কথা বললেও হিন্দুদের পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগরের প্রতি মোদী সরকারের ঔদাসীন্য চলছেই। তাই আর কেন্দ্রের অপেক্ষায় বসে থাকা নয়। রাজ্য সরকার নিজের উদ্যোগেই গঙ্গাসাগরের সেতু বানাবে। তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে’কাজে এগোলো রাজ্য।

কেন্দ্রীয় সরকারের আশ্বাস থাকলেও সেতু নির্মাণ হয়নি। এবার রাজ্যই তা বানিয়ে দেবে। এর জন্য খরচ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। প্রকাশ করা হয়েছে সেতুর নকশা। পাশাপাশি সেতুর সার্ভে, টেন্ডার, ডিপিআর সংক্রান্ত কাজও হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে সেতু। যার নাম হবে ‘গঙ্গাসাগর সেতু’। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের সেতু একদিকে কাকদ্বীপ ও ওপারে থাকা কচুবেড়িয়াকে যুক্ত করবে। সেতুর দুইপাশেই থাকবে ফুটপাতও। আগামী ৪ বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করার সময়সীমা ধার্য করা হয়েছে।
সেতু নির্মাণে রাজ্যকে প্রায় ১২.৯৭ একর জমি কিনতে হবে। কাকদ্বীপ অংশে ৭.৯৫ একর জমি কিনতে হবে এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি ক্রয় করতে হবে রাজ্য সরকারকে। শীঘ্রই সেতু তৈরির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকার মানুষদের দাবি ছিল গঙ্গাসাগরের সেতু নির্মাণ। গঙ্গার মোহনায় অবস্থিত দ্বীপের মানুষদের যাতায়াতের জন্য জলপথের উপরই নির্ভর করতে হত। জোয়ার-ভাটার কারণে আটকেও পড়তে হয়। এ সব কারণেই গঙ্গাসাগরের কাছে সেতু তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিল রাজ্য। কেন্দ্রের আশ্বাসের পরও আবেদন বাস্তবায়িত হয়নি। তাই এবার রাজ্য সরকারই নিজের টাকায় সেতু তৈরি করে দেওয়ার পন্থা নিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gangasagar, #survey, #tender, #Setu, #DPR

আরো দেখুন