রাজ্য বিভাগে ফিরে যান

গঙ্গাসাগর মেলার পুণ্যস্নানের আগে কাকদ্বীপ স্টেশনকে মুড়ে ফেলা হল নিরাপত্তার চাদরে

January 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী মঙ্গলবার গঙ্গাসাগরে পুণ্যস্নানের তিথি রয়েছে, সঙ্গে রয়েছে সাগর মেলার ভিড়। নিরাপত্তা জোরদার করতে উঠে পড়ে লেগেছে রাজ্য প্রশাসন। কাকদ্বীপ স্টেশনকে মুড়ে ফেলা হল নিরাপত্তার চাদরে। বাড়ানো হল সিসি ক্যামেরার সংখ্যা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলাকে ঘিরে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই বাড়তি নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, কাকদ্বীপ স্টেশনের দু’টি প্ল্যাটফর্মে নতুন করে আরও প্রায় ২০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ৩০টি সিসি ক্যামেরার মাধ্যমে কাকদ্বীপ স্টেশন ও সংলগ্ন চত্বরে নজরদারি চালানো হচ্ছে। মেলার কথা মাথায় রেখে স্টেশনে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে। দু’টি প্ল্যাটফর্ম-সহ স্টেশন চত্বরে প্রায় ১০০টি আলো জ্বলত। মেলা উপলক্ষ্যে আরও ২০০টি আলো নতুন করে লাগানো হয়েছে। ১ নম্বর প্ল্যাটফর্ম বাড়ানো হলেও প্রায় ১৫০ ফুট শেড এখনও তৈরি হয়নি। ফলে ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে গিয়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

শুক্রবার সকাল থেকেই হাজার হাজার পুণ্যার্থী কাকদ্বীপের লট আট থেকে মুড়িগঙ্গা নদী পেরিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পুলিশি নিরাপত্তা বেশ আঁটোসাঁটো, জলপথে স্পিড বোট নিয়ে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা টহল দিচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #cctv, #security, #Gangasagar 25, #Gangasagar 2025

আরো দেখুন