রাজ্য বিভাগে ফিরে যান

গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন? রইল ট্রেনের যাবতীয় Update

January 12, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গঙ্গাসাগর উপলক্ষ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে, নিয়মিত লোকাল ট্রেন তো আছে। শিয়ালদহ এবং কলকাতা স্টেশন থেকে একাধিক স্পেশাল ট্রেনও দেওয়া হয়েছে। নামখানা ও কাকদ্বীপগামী ট্রেনগুলি শিয়ালদহ স্টেশনের ১৫ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।

শিয়ালদহ-কলকাতা-নামখানা শাখায় স্পেশাল ট্রেনের সময়সূচি:
আজ, ১৩ জানুয়ারি, ১৪ জানুয়ারি, ১৫ জানুয়ারি, ১৬ জানুয়ারি এবং ১৭ জানুয়ারি শিয়ালদহ-মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর-নামখানায় স্পেশাল গ্যালোপিং লোকাল ট্রেন চালানো হবে।

শিয়ালদহ-নামখানা লোকাল সকাল ৬ টা ১৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। নামখানায় পৌঁছবে সকাল ৮ টা ৪৫ মিনিটে।

শিয়ালদহ-নামখানা লোকাল শিয়ালদহ থেকে ছাড়বে দুপুর ২ টো ৪০ মিনিটে। বিকেল ৫ টা ৩৩ মিনিটে নামখানায় পৌঁছবে। ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে।

কলকাতা-নামখানা লোকাল রাত ৯ টা ৩০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। রাত ১ টা ৫ মিনিটে পৌঁছবে নামখানায়।

নামখানা-শিয়ালদহ লোকাল সকাল ৯ টা ১০ মিনিটে নামখানা থেকে ছাড়বে। শিয়ালদহেয় পৌঁছবে সকাল ১১ টা ৩৫ মিনিটে।

নামখানা-শিয়ালদহ লোকাল নামখানা থেকে ছাড়বে সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে। রাত ৯ টা ২৫ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে।

নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল রাত ২ টো ৫ মিনিটে নামখানা থেকে ছাড়বে। রাত ২ টো ৫৮ মিনিটে লক্ষ্মীকান্তপুরে পৌঁছবে। ১৩ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৩৪৭১১ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল ট্রেন রাত ৩ টেয় লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে।

কলকাতা-নামখানা লোকাল সকাল ৭ টা ৩৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। নামখানায় পৌঁছবে সকাল ১১ টা ৮ মিনিটে। আজ, ১৩ এবং ১৪ জানুয়ারি ছাড়বে।

নামখানা-শিয়ালদহ লোকাল নামখানা থেকে ছাড়বে ১১ টা ১৮ মিনিটে। দুপুর ১ টা ৪৮ মিনিটে পৌঁছবে শিয়ালদহেয়। আজ, ১৩ এবং ১৪ জানুয়ারি ছাড়বে।

ডাউন ৩৪৪২৪ শিয়ালদহ-সোনারপুর লোকাল কাকদ্বীপ পর্যন্ত চলবে। সকাল ১০ টা ৪৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। দুপুর ১ টা ১৫ মিনিটে কাকদ্বীপে পৌঁছবে।

শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল বিকেল ৪ টে ২৪ মিনিটে থেকে ছাড়বে। বিকেল ৫ টা ৫৯ মিনিটে পৌঁছবে লক্ষ্মীকান্তপুরে।

কাকদ্বীপ-শিয়ালদহ লোকাল দুপুর ২ টো ৪০ মিনিটে কাকদ্বীপ থেকে ছাড়বে। শিয়ালদহে পৌঁছবে বিকেল ৫ টা ৭ মিনিটে।

৩৪৭৩৬ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। শিয়ালদহ থেকে দুপুর ৩ টে ৫০ মিনিটে ছাড়বে। সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে পৌঁছবে নামখানায়।

নামখানা-শিয়ালদহ লোকাল সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে নামখানা থেকে ছাড়বে। শিয়ালদহে পৌঁছবে রাত ১০ টা ৫ মিনিটে। ১৩, ১৪, ১৫ এবং ১৬ জানুয়ারি চলাচল করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gangasagar, #local train, #train, #sealdah

আরো দেখুন