দেশ বিভাগে ফিরে যান

মিলছে না অনুমোদন! তৈরি হয়নি এক কোটি বাড়ি, তবুও কেন আবাস অ্যাপ নিয়ে হাজির মোদী?

January 13, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবার মাথায় ছাদ অর্থাৎ ‘হাউজিং ফর অল’। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না বলেই অভিযোগ উঠছে। ২০১৬ সালে প্রকল্প ঘোষণার সময় বলা হয়েছিল, দেশে ২ কোটি ৯৫ লক্ষ বাড়ি তৈরি হবে। সেই টার্গেট পূরণ হয়নি, নথিভুক্ত লক্ষ লক্ষ উপভোক্তার বাড়ির অনুমোদনই মেলেনি। এই আবহে নতুন সিদ্ধান্ত নেওয়া হল, গ্রামে নাকি আরও ২ কোটি নতুন বাড়ি তৈরি হবে। সব মিলিয়ে লক্ষ্য ৪ কোটি ৯৫ লক্ষ বাড়ি তৈরির। আবাস অ্যাপ আসছে, যার নাম, AWAAS PLUS 2024। পরিবারের মাসিক উপার্জন ১০ হাজার টাকার কম হলে আবেদন করা যেত। এখন তা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। কেন্দ্রের দাবি, বাড়ি চাইলেই পরিবারের যে কেউ অ্যাপের মাধ্যমে নিজেই সমীক্ষা করতে পারবেন। আধার নম্বর ও ছবি দিয়ে অ্যাপে ফর্ম ভর্তি করে আবেদন করবেন।

গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য বলছে, গোটা দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণে ৩ কোটি ৬৬ লক্ষ ৫৫ হাজার ২৮৮টি আবেদন জমা পড়েছে। অনুমোদন পেয়েছে ৩ কোটি ২২ লক্ষ ৮৯ হাজার ৬৪৪। এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে ৪৩ লক্ষ ৬৫ হাজার ৬৪৪টি আবেদন। আবেদনের নিরিখে গত আট বছরে ৯৭ লক্ষ ৭৯ হাজার ৮২৯টি বাড়ি তৈরিই হয়নি। যেখানে প্রায় এক কোটি আবাস এখনও তৈরি হয়নি, অনুমোদন পায়নি ৪৪ লক্ষ! এমন অবস্থায় ২০২৮-২৯ অর্থবর্ষের মধ্যে নতুন ২ কোটি আবাসের প্রচার কেন? অ্যাপই কেন? উঠছে প্রশ্ন।

দেশের বহু গ্রামে এখনও ভালমতো ইন্টারনেট পরিষেবা পৌঁছয়নি। কোটি কোটি মানুষ স্মার্টফোনই ব্যবহার করেন না। যে পরিবারের আয় ১৫ হাজার টাকার কম, তাদের কাছে স্মার্টফোন বিলাসিতা নয় কি? আবাসের আবেদনে অ্যাপ কেন? বিরোধীরা একে গিমিক বলছেন। তাদের সাফ কথা, ২০২৯ সালের ভোটপ্রচারের জন্য আগাম ঘুঁটি সাজিয়ে রাখছেন মোদী। অন্যদিকে বাংলাকে লাগাতার বঞ্চনা। ক্ষোভের আঁচ বাড়ছে। গ্রামীণ আবাসে ৩৪ লক্ষের চূড়ান্ত তালিকার মধ্যে ১১ লক্ষকে অনুমোদন দিলেও কেন্দ্রের একটা টাকাও পায়নি বাংলা। অথচ, কেন্দ্রীয় পোর্টালে দাবি করা হচ্ছে, বাংলায় আবেদনের সংখ্যা ৪৯ লক্ষ ৫৬ হাজার ৮৪৫। অনুমোদিত ৪৫ লক্ষ ৬৯ হাজার ৩২। গ্রামোন্নয়ন মন্ত্রক সংক্রান্ত পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য তৃণমূলের চিকিৎসক-সাংসদ কাকলি ঘোষদস্তিদার একে মিথ্যে বলে তোপ দেগেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#pmmod, #awas app, #awaas plus 2024

আরো দেখুন