IPL 2025 শুরু হচ্ছে ২১ মার্চ, উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে ইডেনে
January 13, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪-র আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। ফাইনাল হয়েছিল ২৬ মে। চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। আর এই বছরের আইপিএল শুরু হবে ২১ মার্চ। ফাইনাল হবে ২৫ মে।
১০ দলের পুরুষদের এই টুর্নামেন্টের আগে রয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। দুটি টুর্নামেন্টেরই দিন ঘোষণা বোর্ডের। আইপিএল শুরু ২১ মার্চ। আর ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ২০২৫ সংস্করণের উদ্বোধনী ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আইপিএল ফাইনালও হবে ইডেনেই।