এবার দুয়ারে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কীভাবে দোরগোড়ায় মিলবে ব্যবসা শুরু করার ঋণ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আম জনতার জন্য একাধিক সামাজিক প্রকল্প রয়েছে বাংলায়। রাজ্যবাসীর সুবিধার্থে প্রকল্প এনে বার বার নজির তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় উল্লেখযোগ্য সংযোজন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। নবান্নের সিদ্ধান্ত, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন করতে আর দৌড়তে হবে না। ‘শিল্পের সমাধান’ শিবিরে বা কোনও সরকারি অফিসে মিলবে সুযোগ। বাড়ির কাছে মিলবে এই সুবিধা। রাজ্যের প্রত্যেকটি বাংলা সহায়তা কেন্দ্র থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে।
উল্লেখ্য, যুবক-যুবতীদের নিজের ব্যবসা শুরু করার ক্ষেত্রে উৎসাহ দিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছে রাজ্য। রাজ্য সরকারের এই কার্ড থাকলে ব্যবসার জন্য যেকোনও ব্যাঙ্ক সহজ শর্তে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়। ঋণের গ্যারেন্টার হিসাবে থাকে রাজ্য সরকার। এখনও পর্যন্ত ৩২ হাজারের বেশি উপভোক্তা প্রকল্পের সুবিধা পেয়েছেন। রাজ্যের যেকোনও প্রান্তের নাগরিকেরা যাতে সহজে এই কার্ড পেতে পারে, সে’লক্ষ্যে বিএসকে থেকে আবেদনের সুবিধা দেওয়া হচ্ছে। চলতি মাসের শেষের দিকে রাজ্যের প্রতিটি বিএসকে থেকে এই সুবিধা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। ‘শিল্পের সমাধান’ ক্যাম্প বা সংশ্লিষ্ট অফিস ছাড়াও বর্তমানে অনলাইনে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন করা যয়। কিন্তু সমস্যা হল, আবেদনের সময় প্রস্তাবিত ব্যবসা সংক্রান্ত একাধিক খুঁটিনাটি বিষয় মাথায় রাখতে হয়। ‘শিল্পের সমাধানে’ শিবিরে আধিকারিকরা সাহায্য করেন। ক্যাম্প বছরে এক-দু’বার হয়।
এখন থেকে বিএসকে-তে বছরের যেকোনও সময় এই সুবিধা পাবে আম জনতা। গোটা রাজ্যে ৩৫৬১টি বিএসকে চলছে। নতুন করে আরও ১৪৩১টি চালু হবে বলে খবর। ব্যবসা শুরুর জন্য ঋণ পাওয়ার ক্ষেত্রে মানুষকে আর কোনওরকম সমস্যা পোহাতে হবে না বলেই আশা প্রশাসনের।