কলকাতা বিভাগে ফিরে যান

ভাড়ার চার্ট টাঙানো নিয়ে হাইকোর্টের নির্দেশ মানছে না বেসরকারি বাস, মিনিবাস!

January 13, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেসরকারি বাস ও মিনি বাস নিয়ে একগুচ্ছ নির্দেশ কার্যকর করতে বলেছে হাইকোর্ট, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। নির্দেশগুলো খাতাকলমেই রয়েছে গিয়েছে। উচ্চ আদালতে পরিবহণ সচিব হলফনামা দিয়ে সেসব নির্দেশ কার্যকরের কথা বললেও, বাস্তবে কিছু করা হয়নি।

২০২২ সালে আইনজীবী প্রত্যুষ পাটোয়ারির দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশে দেয়, বেসরকারি বাস ও মিনি বাসগুলি পরিবহণ দপ্তর অনুমোদিত ভাড়াই নিতে পারবে। দপ্তর অনুমোদিত ভাড়ার চার্ট (রেট চার্ট) প্রতিটি বাসের ভেতর টাঙিয়ে দিতে হবে। অভিযোগ জানানোর জন্য আপৎকালীন টোল ফ্রি নম্বর ও একটি মোবাইল নম্বর প্রতিটি বাসের ভিতরে ও বাইরে লিখিত অবস্থায় থাকা জরুরি।

পরিবহণ দপ্তর হলফনামা দিয়ে জানায়, সব নির্দেশ কার্যকর করা হয়েছে। পরিবহণ সচিব সৌমিত্র মোহনের দাখিল করা হলফনামায় অনুযায়ী, গোটা রাজ্যে নির্ধারিত ভাড়া ও বাসের ভিতর রেট চার্ট টাঙানোর জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সমস্ত আরটিএ-র তালিকা তুলে ধরে টোল ফ্রি নম্বর রাখার কথা উল্লেখ করা হয়েছে। যেমন টোল ফ্রি নম্বর কলকাতার ক্ষেত্রে ১৮০০৩৪৫৫১৯২, উত্তর ২৪ পরগনায় ২৫৮৪০২৮০, হুগলিতে ০৩৩২৬৮১২৬৭৬, দক্ষিণ ২৪ পরগনায় ২৪৭৯১৯৪৩ এবং নদীয়ায় ৬২৮৯০৮৩৬২৪। গোটা রাজ্যের আরটিএগুলোয় একটি করে টোল ফ্রি নম্বর চালুর কথা উল্লেখ করা হলেও বাস্তবে তা হয়নি। শহর কলকাতা-সহ রাজ্যের কোনও জেলাতেই বাসের ভিতর রেট চার্ট বা টোল ফ্রি নম্বরের দেখা পাওয়া যায় না। অতিরিক্ত ভাড়া নেওয়া অভিযোগ তো আছেই।

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য, আদালতের নির্দেশমতো বিজ্ঞপ্তি জারি করে বাস মালিকদের জানিয়ে দিয়েছেন তারা। বাস মালিক সংগঠনগুলোর বক্তব্য, সরকারি চাপ থাকলে তখন ভাড়ার তালিকা ঝাোলানো হয়। তারপর সেটি ছিঁড়ে গেলে আর নতুন করে টাঙানো হয় না।

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta high court, #govt buses, #fare chart, #Private buses, #mini buses

আরো দেখুন