রাজ্য বিভাগে ফিরে যান

‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য, কোনও রকম গাফিলতি বরদাস্ত করবে না সরকার

January 13, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। মেদিনীপুর মেডিক্যাল কলেজে শুক্রবার এক প্রসূতির মৃত্যুর পরেই তাঁকে দেওয়া আরএল স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। এর পরেই স্বাস্থ্য দপ্তর কড়া নির্দেশিকা জারি করে। তার পরই মেদিনীপুর মেডিক্যাল কলেজে ঠিক কী ঘটেছিল, কার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যু হল? আদৌ আরএল স্যালাইনের ব্যবহারই এর জন্য দায়ী কি না, তা খতিয়ে দেখতে ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। তারা মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে বেশ কিছু ওযুধ এবং স্যালাইনের নমুনা সংগ্রহ করে। কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও। পাশাপাশি, মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধানকে এসএসকেএম হাসপাতালে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করে তদন্ত কমিটি।

স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের কথা উল্লেখ করে সোমবার মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, ‘‘আমরা কোনও রকম গাফিলতি বরদাস্ত করব না। পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিস্তারিত তদন্তের কথা বলেছি। সেই তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ।’’

তিনি আরও জানিয়েছেন, সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই নিয়ে তদন্ত করে দেখা হয়। আগামী দিনে যাতে না হয় সেটা দেখার জন্য নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব ব্যাচের টেস্টিং করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের ড্রাগ ব্যবহার করা যাবে না যার রিপোর্ট নেগেটিভ আসে। নমুনা পজিটিভ এলেই তারপর ব্যবহার করা যায়। এগুলির নমুনাও পাঠানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#State Government, #CID, #Saline Controversy, #Saline Case

আরো দেখুন