দলের তরফে ঘোষিত হল কেরল তৃণমূলের আহ্বায়কের নাম, দায়িত্ব পেলেন আনওয়ার
January 13, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার তৃণমূলে যোগ দিয়েছেন কেরলের নির্দল বিধায়ক পিভি আনওয়ার। তাঁকে জোড়া-ফুল শিবিরে স্বাগত জানিয়েছেন খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্য়ানার্জি। গত বিধানসভা ভোটে নীলাম্বুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন আনওয়ার। এবার তাঁকে দলের কেরল শাখার দায়িত্ব দিল তৃণমূল। সোমবার, সমাজ মাধ্যম দলের তরফে জানানো হয়েছে কেরল তৃণমূলের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য তৃণমূলে যোগ দেওয়া কেরলের বিধায়ক পিভি আনওয়ারকে।
All India Trinamool Congress under the inspiration and guidance of Hon’ble Chairperson Smt. @MamataOfficial is pleased to announce the @aitc4kerala Convenor. We wish the very best to him in his endeavours. pic.twitter.com/MQUJEF5xQ4