কলকাতা বিভাগে ফিরে যান

দক্ষিণ কলকাতার স্কুলে দুর্ঘটনা, আহত তিন

January 13, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে কাঁচ ভেঙে আহত ৩ পড়ুয়া। স্কুল চত্বরে উত্তেজনা, অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বচসা।

 সোমবার সকালে এই স্কুলে ঢোকার সময়েই দুর্ঘটনার কবলে পড়েন পড়ুয়ারা। স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে দুই পড়ুয়ার মাথায় পড়ে। তাদের উদ্ধার করতে গিয়ে অন্য পড়ুয়াও আহত হয়। একজনকে এম আর বাঙুর এবং অন্য জনকে দক্ষিণ কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃতীয় জনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি নিয়ে গিয়েছেন তার অভিভাবক। 

TwitterFacebookWhatsAppEmailShare

#nava nalanda, #south kolkata, #students, #Accident

আরো দেখুন