রাজ্য বিভাগে ফিরে যান

১৩ বছরের কাজ নিয়ে বই প্রকাশ করতে চলেছে তৃণমূল সরকার

January 13, 2025 | < 1 min read

গ্রাফিক: মানস মোদক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১১ সালে বাংলায় ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে গত ১৩ বছরে প্রচুর জনমুখী প্রকল্প চালু করেছে সরকার। নারী ও মহিলাদের ক্ষমতায়নে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ছাত্র-যুবদের জন্যও চালু হয়েছে স্কলারশিপ, বিভিন্ন প্রশিক্ষণ। জনগণের উন্নয়নে খরচ হয়েছে হাজার হাজার কোটি টাকা। বিভিন্ন জনসভায় উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে নেতারা যাতে কোনও ভুলচুক না করেন, সেই জন্য ১৩ বছরের কাজ নিয়ে বই প্রকাশ করতে চলেছে তৃণমূল সরকার।

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলায় আবার বিধানসভা নির্বাচন। আর তার জন্যই ২০১১ থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত যা কাজ করা হয়েছে তার তালিকা তৈরি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন মা–মাটিমানুষের সরকার কী কী কাজ করেছে বাংলার মানুষের জন্য সেগুলি পরিসংখ্যান–সহ তুলে ধরা হবে ওই বইতে। সেই কাজ এখন চলছে।

বাংলার মাটিতে স্বাস্থ্য, রাস্তা, জল, খাদ্য–সহ নানা বিষয়ে কতটা কাজ হয়েছে তাও তুলে ধরা হবে ওই বইতে। সঙ্গে থাকবে সামাজিক প্রকল্পও। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী–সহ যতগুলি প্রকল্প আনা হয়েছে সবের স্ট্যাটাস তুলে ধরা হবে। এই কাজের দায়িত্ব পড়েছে দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসুর উপর বলে সূত্রের খবর।

এই বইতে বাড়তি কাজ যা রাজ্য সরকারের করার কথা নয় অথচ করতে হয়েছে সেটাও উল্লেখ করা থাকবে। একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা রাজ্য সরকার দিয়েছে। যা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। সেসবও উল্লেখ করা থাকবে বলে সূত্রের খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#books, #tmc, #state govt

আরো দেখুন