পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

পৌষ মাসের শেষ দিনে মহাসমারোহে বুড়োবুড়ির পুজো চলল রায়গঞ্জে

January 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মকর সংক্রান্তি উপলক্ষ্যে বুড়োবুড়ির পুজোয় মেতে উঠল রায়গঞ্জের শিল্পীনগরের বাসিন্দারা।
বুড়োবুড়ি আদপে শিব পার্বতী। ৭০ বছর ধরে চলা এখানে তাঁরা বুড়ো ও বুড়ি রূপে পুজো পান। পুজোকে কেন্দ্র করে বসে মেলা, বাউল গানের আসর বসে। পুজো উপলক্ষ্যে ঘুড়ি উৎসব আয়োজিত হয়।
ভক্তরা মনস্কামনা পূরণের আশায় উৎসর্গ করেন হাঁসের ডিম।

জনৈকা শিবদুর্গা দেবী এই পুজোর সূচনা করেছিলেন বলে জানা যায়। পারিবারিক পুজো জনপ্রিয় হয়ে ওঠে এলাকাবাসীর মধ্যেই। পুজোটি এখন সর্বজনীন হয়ে গিয়েছে। ভক্তরা মনস্কামনা পূরণের আশায় হাঁসের ডিম সহ নানা ব্যঞ্জন উৎসর্গ করেন, এটাই এই পুজো পুজোর বিশেষত্ব। লৌকিক দেবদেবীর মধ্যে অন্যতম বুড়োবুড়ি। এখনও অনেক জায়গায় এই পুজোর প্রচলন আছে। বিহারের উত্তরাংশ, দার্জিলিং-সহ দেশের বহু জায়গায় এই পুজো হয়। কোনও কোনও পরিবারে পূর্বপুরুষকেই উত্তরসূরীরা বুড়োবুড়ি রূপে পুজো করেন। লোকজন বাড়িতে যা খাওয়া দাওয়া করেন, পুজোয় তা-ই নিবেদন করা হয় বুড়োবুড়ির উদ্দেশ্যে। পুজোয় কোনও মন্ত্র হয় না। পুজো উপলক্ষ্যে ঘুড়ি উৎসব আকর্ষণের অন্যতম কারণ।

TwitterFacebookWhatsAppEmailShare

#shiv parbati, #ghuri utsab, #West Bengal, #Makar Sankranti, #buro buri pujo

আরো দেখুন