কলকাতা বিভাগে ফিরে যান

ট্রামকে বাঁচিয়ে রাখতে হবে, রাজ্যকে নির্দেশ কলকাতা উচ্চ আদালতের

January 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ট্রাম নিয়ে টানাপোড়েন চলছে, জল কোর্ট অবধি গড়িয়েছে। মঙ্গলবার ট্রাম সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানিয়েছে, রাজ্যের ঐতিহ্যকে নষ্ট হতে দেওয়া যায় না। ট্রামকে বাঁচিয়ে রাখতে হবে। আদালত এও বলেছে, ট্রামলাইন বুজিয়ে ফেলার কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। আদালতের নির্দেশ পালন হচ্ছে কি না, এ’বিষয়ে নিশ্চিত হতে রাজ্যকে ছবি-সহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “ট্রাম রাজ্যের ঐতিহ্য। তা তুলে দেওয়া সহজ কাজ। কিন্তু রাজ্যকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে।” ট্রাম লাইন বুজিয়ে ফেলার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের তরফে আদালতে দাবি করা হয়, ট্রাম লাইন বুজিয়ে ফেলার কোনও নির্দেশ রাজ্যের পরিবহণ দপ্তর দেয়নি।

ট্রাম নিয়ে অভিযোগের অন্ত নেই। জনসংখ্যার তুলনায় শহরে রাস্তা অনেক কম। মানুষের ব্যস্ততাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতির যুগে বেমানান ট্রাম। তার শ্লথ গতি, বড়সড় চেহারা! সঙ্গে ট্রাম লাইনের জেরে বাড়তে থাকা দুর্ঘটনা তো আছেই। হাইকোর্ট জানিয়ে দিল, ট্রাম বন্ধ করা যাবে না। বাঁচিয়ে রাখতে হবে শহরের ঐতিহ্যকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Heritage, #calcutta high court, #trams, #calcutta trams

আরো দেখুন